কে এম মিঠু, গোপালপুর:
[caption id="attachment_15855" align="alignright" width="420"] জমিদার বাড়ির সামনে জমিদার হেমচন্দ্র চৌধুরির নাতনী পৌলামী গাঙ্গুলী[/caption]
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের জমিদার হেমচন্দ্র চৌধুরির নাতনী ওপার বাংলার খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী পৌলামী গাঙ্গুলী সম্প্রতি গোপালপুর প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় গোপালপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, যুগ্ম সম্পাদক কে এম মিঠু, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, সুজন সভাপতি অধ্যাপক অমূল্য বৈদ্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জমিদার নাতনী হেমনগর জমিদার বাড়ির নানা অব্যবস্থাপনা দেখে দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের স্থাপনা প্রতœতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত হওয়া উচিত। ইতিহাস ধ্বংস করে ইতিহাস রক্ষা করা যায় না, বিধায় জমিদারটি যে আদলে নির্মিত সেই আদলেই সংরক্ষণ করা উচিত। এ কীর্তিটি রক্ষার্থে তিনি নাগরিক সমাজ, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণির প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩