নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং হারভেস্ট প্লাস ও ভিআরডিএস’র বাস্তবায়নে ১২জুন শুক্রবার বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে ২শত কৃষকের মাঝে বিনামূল্যে জিং সমৃদ্ধ ব্রি ধান- ৬২জাতের ধান বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ভিআরডিএস’র নির্বাহী পরিচালক ফকরুন নাহার।
হারভেস্ট প্লাসের কান্ট্রি ম্যানেজার ডা. খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, জিনাত জাহান, কৃষি গবেষণা ও উন্নয়ন অফিসার মো. আতিকুল আলম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপ-সহকারী কৃষি অফিসার মো. ইদ্রিস হোসেন।
প্রসঙ্গত, উপজেলার ২শত জন কৃষকের মাঝে ৪কেজি হারে মোট ২শত প্যাকেট জিং সমৃদ্ধ ব্রি ধান-৬২জাতের ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানা যায়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩