নিজস্ব প্রতিবেদক:
মাত্র দু’মিনিটের ঝড়ে আজ সোমবার ভোরে টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের বাখুরিয়াবাড়ি, সিকদারআটা ও বসুবাড়ি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। উড়িয়ে নিয়ে গেছে কয়েকটি টিনের ঘরসহ বিভিন্ন আসবাবপত্র। ভেঙ্গে গেছে বাখুরিয়াবাড়ি দক্ষিনপাড়া নির্মানাধীন মসজিদসহ তিনশতাধিক গাছপালা।
বাখুরিয়াবাড়ি গ্রামের বাসিন্দা গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম জানান, ’আজ ভোর বেলা আচমকা দু’মিনিটের কালবৈশাখী ঝড় জমিতে থাকা পাকা ধানের ক্ষতিসহ বেশকিছু বাড়িঘড় তছনছ হয়ে গেছে’। ভেঙ্গে যাওয়া মসজিদটি অবিলম্বে সংস্কার করে মুসুল্লিদে নামাজ আদায় অব্যহৃত রাখতে সকলের দৃষ্টি কামনা করেছেন মসজিদ কমিটি।
গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার প্রতিবেদককে জানান, বেশি ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রসাশনের মাধ্যমে আমরা অবশ্যই সহযোগিতা দেবো। ইতোমধ্যে আমরা ক্ষতিগ্রস্থ পরিবারে তালিকা তৈয়ার কাজ শুরু করেছি।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩