নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে গতকাল রবিবার দুপুরে স্নাতক পর্যায়ের ৭টি প্রতিষ্ঠানের ৩২৬ জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে। এতে উপবৃত্তি হিসেবে প্রতিটি শিক্ষার্থী পেয়েছে ৪,৯০০ টাকা। গোপালপুর কলেজ মিলণায়তনে আয়োজিত উপবৃত্তির টাকা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন।এতে প্রধান অতিথি ছিলেন স্থানিয় সাংসদ খন্দকার আসাদুজ্জামান। স্বগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোস্তফা কবীর। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩