গণিত উৎসবের নিবন্ধন ফরম ও প্রবেশপত্র সংগ্রহ করুন, শিক্ষার্থীদের অংশ গ্রহনে উৎসহিত করুন।
ফরম প্রাপ্তিস্থান : * প্রধান শিক্ষক, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। * প্রধান শিক্ষক, সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়। * প্রধান শিক্ষক, নন্দনপুর রাধারাণী বালিকা উচ্চ বিদ্যালয়। * প্রধান শিক্ষক, শাহীন ক্যাডেট স্কুল, গোপালপুর শাখা। * প্রধান শিক্ষক, রফিকরাজু ক্যাডেট স্কুল, গোপালপুর শাখা।
আয়োজনে : আমরা গোপালপুরবাসী গ্রুপ। সহযোগিতায় : গ্রাম পাঠাগার আন্দোলন। স্থান : গোপালপুর কলেজ অডিটোরিয়াম, গোপালপুর।
তারিখ : ২৪ এপ্রিল, শুক্রবার, সকাল ১০:০০মিনিট, সময় ১ ঘন্টা।