নিজস্ব প্রতিবেদক:
গোপালপুর উপজেলা প্রশাসণের উদ্যোগে দুই দিনব্যাপি ডিজিটাল মেলা বিআরডিবি মাসে অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের অর্থায়নে আয়োজিত মেলা গত বুধবার উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। গত বৃহস্পতিবার সমাপনী দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ খন্দকার আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই টি ) হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, ওসি জহিরুল ইসলাম, আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, আওয়ামীলীগের সাবেক সম্পাদক রকিবুল হক ছানা। মেলায় ১৪টি স্টল অংশ নেয়। প্রথম পুরস্কার লাভ পায় গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে সূতি ভি এম পাইলট মডেল হাইস্কুল ও একটি বাড়ি একটি খামার।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩