নিজস্ব প্রতিবেদক:
ফেইসবুক ভিত্তিক সংগঠন ‘আমরা গোপালপুরবাসী’ গ্রুপের উদ্যোগে গতকাল শুক্রবার পৌর শহরের স্টেডিয়াম মাঠে দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইন শুরুর পূর্বে গ্রুপের এডমিন ও গোপালপুর পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্ট ইলেকট্রিক লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার মোয়াল্লেম আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, গোপালপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ গোপালপুর উপজেলা শাখার সাবেক সভাপতি খন্দকার গিয়াস উদ্দিন ও সাবেক সম্পাদক রকিবুল হক ছানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারী সংগঠন ফ্রাইডে’ র মহাপরিচালক খন্দকার রুহুল আমীন , সুজন গোপালপুর শাখার সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য প্রমুখ।
ক্যাম্পেইনে উপজেলার ৬০০ রোগিকে বিভিন্ন বিষয়ের উপর অভিজ্ঞ চিকিৎসকমন্ডলী দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩