নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজ ২০ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ গোপালপুর উপজেলা শহর শাখার উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে শেষ হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, বাংলাদেশ আওয়ামীলীগ গোপালপুর উপজেলা সেক্রেটারী সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক উপজেলা সভাপতি ও নগদা শিমলা ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, সাবেক উপজেলা সম্পাদক রকিবুল হক সানা, গোপালপুর শহর সভাপতি মো রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, গোপালপুর পৌরসভার প্যানেল মেয়র জোয়াহের আলী, যুবলীগ উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক মনি, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মো. বেলায়েত হোসেন, যুবলীগ নেতা আল-মামুন, আব্দুর রহীম ও শামীমসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলটিলে অংশগ্রহণ করে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩