আজ || শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


দেবহাটা মুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৬ ডিসেম্বর দেবহাটা মুক্ত দিবস উপলক্ষ্যে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ব্যবস্থাপনায় বৃহষ্পতিবার বিকাল ৪ টায় পারুলিয়া কাসেম পার্ক প্রাঙ্গনে একটি বর্নাঢ্য র‌্যালী ও পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র‌্যালীটি পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কাসেম পার্কে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা এই দিনটিকে স্মরন করে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ্ব আব্দুল গনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু। বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফফার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ্আইনজীবি ইউনুস আলী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জামশেদ আলম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুজাহিদ হোসেন, দেবহাটা উপজেলা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রনি প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে অনতিবিলম্বে সকল রাজাকারদের বিচার করার জন্য সরকারের নিকট দাবী জানান এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার আহবান জানান। সভাটি পরিচালনা করেন দেবহাটা উপজেলা সন্তান কমান্ডের সহ-সভাপতি শহিদুল্লাহ গাজী।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!