আজ || সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


দেবহাটা মুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৬ ডিসেম্বর দেবহাটা মুক্ত দিবস উপলক্ষ্যে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ব্যবস্থাপনায় বৃহষ্পতিবার বিকাল ৪ টায় পারুলিয়া কাসেম পার্ক প্রাঙ্গনে একটি বর্নাঢ্য র‌্যালী ও পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র‌্যালীটি পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কাসেম পার্কে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা এই দিনটিকে স্মরন করে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ্ব আব্দুল গনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু। বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফফার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ্আইনজীবি ইউনুস আলী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জামশেদ আলম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুজাহিদ হোসেন, দেবহাটা উপজেলা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রনি প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে অনতিবিলম্বে সকল রাজাকারদের বিচার করার জন্য সরকারের নিকট দাবী জানান এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার আহবান জানান। সভাটি পরিচালনা করেন দেবহাটা উপজেলা সন্তান কমান্ডের সহ-সভাপতি শহিদুল্লাহ গাজী।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!