নিজস্ব প্রতিবেদক:
গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নে আলমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক সন্তোষ কুমার দত্তের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সানোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হালিমুজ্জামান তালুকদার, আওয়ামী লীগ নেতা মো: শহীদুল ইসলাম শহীদ প্রমুখ। অনুষ্ঠানে আলমনগর দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব আমিনুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩