নিজস্ব প্রতিবেদক: আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা হরতাল-অবরোধ মুক্ত রাখার দাবীতে গোপালপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গতকাল শনিবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করে।
বেলা ১১টার দিকে থানার সামনে গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শরাফত উল্লাহ শিক্ষক নেতা মো: নূরুল ইসলামের নেতৃত্বে শিক্ষকম-লী শিক্ষার্থীরা মানববন্ধন পালন করে। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ ও গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুব মানব বন্ধনে অংশ নেন।
অন্য দিকে, বেলা সাড়ে ১১টার দিকে সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফের নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষকম-লী ও প্রায় দেড় সহস্রাধিক শিক্ষার্থী একই দাবীতে স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।
এছাড়া ও সূতী দাখিল মাদরাসা, নন্দনপুর রাধারানী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সুতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররাও মানববন্ধন কর্মসূচী পালন করে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩