আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পূর্বাঞ্চলে বুধবার ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে ৮জন নিহত ও ১২ জন আহত হয়েছেন,ইরানের গণমাধ্যমসূত্রে এ খবর জানা গেছে।
ভূমিকম্পে দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশের জোহান জেলার গ্রামগুলোতে ভূমিকম্পে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার অনেক ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। আতঙ্কিত মানুষজন বাড়ি-ঘর ছেড়ে বাইরে আসলেও কেউ কেউ আটকাও পড়েছিল বলে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে।
ইরানের মেহের সংবাদ সংস্থাকে দক্ষিণ খোরাসান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলি আখুন্দি বলেন, “ভূমিকম্পে ওই এলাকায় আটজন নিহত হয়েছেন ও একজন নিখোঁজ রয়েছেন।”
তিনি আরো বলেন, “বাড়ি-ঘরগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষজন বাইরে অবস্থান করছে। প্রচণ্ড ঠাণ্ডার কারণে তাদের নিজেদের উষ্ণ রাখা প্রয়োজন।”
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি ভূমিকম্প উপদ্রুত এলাকায় ১৫টি উদ্ধারকারী দল পাঠিয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে রয়েছে কি না তাই তারা খোঁজ করবেন।
ইরানের জাতীয় আধাসামরিক বাসিজ বাহিনীও এই উদ্ধার তৎপরতায় অংশ নেবে বলে জানা গেছে।
ইরানের ভূকম্প কেন্দ্র জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ১২টি পরাঘাত হয়েছে।
স¤প্রতিক বছরগুলোতে ইরান বেশ কয়েকবার ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০৩ সালে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় বান শহরে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হলে ২৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়।
চলতি বছরের অগাস্টে ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ৩ শতাধিক মানুষ মারা যায়। বাংলাদেশ [টাইমস/বিবিসি/সিএনএন]