নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের গোপালপুরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ভাদুরীরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাহ্বুবুল আলম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম নিক্সন, শিক্ষানুরাগী মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
আলোচনায় অংশনেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. আবুল খায়ের, মজিবর রহমান, আব্দুল হালিম, হাদিরা ইউনিয়ন যুবলীগ নেতা দিপু সরকার, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হোসাইন মোহাম্মদ রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩