নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-মোটর সাইকেলের সংঘর্ষে ভাই বোনসহ ৩ জন নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গোপালপুর উপজেলার পান্না মিয়ার স্ত্রী আসমা বেগম (৩২), তার মেয়ে মারিয়া (৩) ও আসমার ভাই মোটর সাইকেল চালক সুজন মিয়া (২৮)। এই ঘটনায় আহত হয়েছে আরও এক পথচারী।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, নিহতরা মোটর সাইকেল যোগে গোপালপুর থেকে কালিহাতী যাওয়ার পথে ঘাটাইল উপজেলার পোড়াবাড়ির মজিদপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভাই বোনসহ তিনজন নিহত হয়। ঘাটাইল থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।