চট্টগ্রাম প্রতিবেদকঃ চট্টগ্রামের একে খান মোড়ে লিজ ওয়াশিংপ্লান্ট ও গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘন্টা চেষ্টা পর চট্টগ্রাম ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এ আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের পাহাড়তলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক নজরুল ইসলাম ইউনাইটেড নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। [টাইমস নিউজ]