নিজস্ব প্রতিবেদক:
‘অজ্ঞতার মধ্যে জ্ঞানের বিস্তার যেন অন্ধকারের মধ্যে আলোর প্রবেশ’ স্লোগানে বোরহান উদ্দিন স্ট্রাস্ট পরিচালনায় টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের কোনাবাড়ি গ্রামে খন্দকার আফসার উদ্দিন গণ গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রন্থাগারের উদ্বোধন করেন গোপালপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
বিশেষ অতিথি ছিলেন খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান ডা. শহীদুর রহমান শাহীন, ভি এম কিন্ডার গার্টেনের অধ্যক্ষ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, হাজী শামছুল হক মাস্টার, গোপালপুর পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংবাদিক সন্তোষ কুমার দত্ত, কে এম মিঠু, পাঠাগারের সভাপতি খন্দকার রোকনুজ্জামান রনজু প্রমুখ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩