আজিম সভাপতি ও হালিম সম্পাদক
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের ন্যায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার ত্রি-বাষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে সকল পদে একাধিক প্রার্থী না থাকায় বীরমুক্তিযোদ্ধা মো. আজিম উদ্দিন সভাপতি ও মো. আব্দুল হালিম সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাাচিত হয়েছে।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- মো. আব্দুল গনি ও মো. ইদ্রিস হোসেন সহ-সভাপতি, মো. আনোয়ার হোনে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আলিমুর রহমান সাংগঠনিক সম্পাদক, সেকান্দর আলী অর্থ সম্পাদক, মো. আসাদুজ্জামান দপ্তর সম্পাদক, মো. আবু কায়সার রাসেল প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক, আয়েশা খাতুন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক, মো. আব্দুল বাছেদ সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও সহকারি রিটাংনিং অফিসার (ডিকেআইবি নির্বাচন) গোপালপুর শাখা মো. হায়দর আলী আজ সোমবার স্বাক্ষরিত এক তথ্য সূত্রে জানা গেছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩