নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুর ২টার দিকে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) মরিয়ম আক্তার মুক্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা করিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বিনতা কর্মকার মুন্নি, উপজেলা নির্বাহী অফিসারের সিএ আমিনুল হক লিটন, কম্পিউটার টেকনিশিয়ান সাইদুজ্জামান পারভেজ, এনামুল হক প্রমুখ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩