আজ || বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ‘কল্যাণের শপথ সেবা সংঘ’র কমিটি গঠন       গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর     
 


সাতক্ষীরায় স্কুল শিক্ষক কর্তৃক ছাত্রীর যৌন নিপীড়ন

সাতক্ষীরা প্রতিবেদকঃ সাতক্ষীরায় স্কুল শিক্ষক কর্তৃক ছাত্রীর যৌন নিপীড়নের ঘটনায় এলাকাবাসী ওই শিক্ষক সহ তার সহযোগিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল শেষে ওই শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুদ্ধ অভিভাবকরা। বৃহষ্পতিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা ধুরিহর ব্রহ্মরাজপুর বাজারে এ বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করার ঘটনা ঘটে।

বিক্ষুদ্ধ অভিভাবকরা বাংলাদেশ টাইমসকে জানান, ধুলিহর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ওরফে খোকা মাস্টার তার স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ঘর ঝাড়– দেয়ার কথা বলে নির্জন কক্ষে ডেকে নিয়ে ষ্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন ঘটায়। এ ঘটনায় ওই ছাত্রী ককিয়ে কেঁদে উঠলে ঘটনা ফাঁস হয়ে হয়ে যায়। এসময় সেখানে জড়ো হয় পাঁচ শতাধিক অভিভাবক। অভিভাবকদের বিক্ষোভের মুখে স্কুলের সভাপতি শুকুর আলী এবং ধুলিহর গ্রামের দলু থানদারের ছেলে আজিজুল ইসলামের সহযোগিতায় প্রধান শিক্ষক গোলাম মোস্তফা পালিয়ে যায়। ঘটনা উল্লেখ করে বুধবার ওই ছাত্রীর কাকা অনুতাপ দেবনাথ বাদী হয়ে সদর থানায় ১৮ নং মামলা করেন। মামলার পর আসামীদের গ্রেফতারের দাবীতে স্থানীয় আওয়ামীলীগ নেতা শাহিনুর রহমানের নেতৃত্বে তিনশতাধিক অভিভাবক বৃহষ্পতিবার বিকেলে স্কুল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল টি ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার প্রদক্ষিণ শেষে সাহেব বাড়ির মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেই দাহ করা হয় ওই শিক্ষকের কুশপুত্তলিকা

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!