বৃহস্পতিবার মিসরের প্রেসিডেন্ট ভবনের বাইরে ট্যাংক ও সশস্ত্র সেনা মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ডিসেম্বর খসড়া সংবিধানের ওপর গণভোটকে কেন্দ্র করে কায়রোতে প্রেসিডেন্ট ভবনের বাইরে ৫ ডিসেম্বর বুধবার ও ৬ ডিসেম্বর বৃহস্পতিবার মুরসির সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত ও কয়েক শ ব্যক্তি আহত হয়েছেন। ওই সংঘর্ষের পর সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট ভবনের বাইরে ট্যাংক ও সশস্ত্র সেনা মোতায়েন করা হয়। প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করা হয়েছে বলে মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।
বিতর্কিত খসড়া সংবিধান নিয়ে বেশ কিছু দিন ধরে মিসরে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। সমালোচকেরা বলছেন, যথাযথ পরামর্শ ছাড়াই খসড়া সংবিধানটি তাড়াহুড়ো করে সংসদে পাঠানো হয়েছে। খসড়ায় রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা এবং নারী-অধিকার রক্ষায় পর্যাপ্ত বিধান রাখা হয়নি।
উল্লেখ্য, গত শুক্রবার মিসরের পার্লামেন্টে খসড়া সংবিধান পাস হয়। খসড়া সংবিধান অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হলে ১৫ ডিসেম্বর গণভোট আয়োজনের ঘোষণা দেন মোহাম্মদ মুরসি।