আজ || রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন       গোপালপুরে বিনামূল্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ    
 


মিসরের প্রেসিডেন্ট ভবনের বাইরে ট্যাংক ও সশস্ত্র সেনা মোতায়েন

বৃহস্পতিবার মিসরের প্রেসিডেন্ট ভবনের বাইরে ট্যাংক ও সশস্ত্র সেনা মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৫ ডিসেম্বর খসড়া সংবিধানের ওপর গণভোটকে কেন্দ্র করে কায়রোতে প্রেসিডেন্ট ভবনের বাইরে ৫ ডিসেম্বর বুধবার ও ৬ ডিসেম্বর বৃহস্পতিবার মুরসির সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত ও কয়েক শ ব্যক্তি আহত হয়েছেন। ওই সংঘর্ষের পর সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট ভবনের বাইরে ট্যাংক ও সশস্ত্র সেনা মোতায়েন করা হয়। প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করা হয়েছে বলে মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।

বিতর্কিত খসড়া সংবিধান নিয়ে বেশ কিছু দিন ধরে মিসরে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। সমালোচকেরা বলছেন, যথাযথ পরামর্শ ছাড়াই খসড়া সংবিধানটি তাড়াহুড়ো করে সংসদে পাঠানো হয়েছে। খসড়ায় রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা এবং নারী-অধিকার রক্ষায় পর্যাপ্ত বিধান রাখা হয়নি।

উল্লেখ্য, গত শুক্রবার মিসরের পার্লামেন্টে খসড়া সংবিধান পাস হয়। খসড়া সংবিধান অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হলে ১৫ ডিসেম্বর গণভোট আয়োজনের ঘোষণা দেন মোহাম্মদ মুরসি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!