নিজস্ব প্রতিবেদক:
গোপালপুরে লাইটহাউস ল্যাবরেটরি স্কুল কাজীবাড়ি ক্যাম্পাসের উদ্বোধন আজ শুক্রবার সকালে কাজীবাড়িস্থ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব শাহজাহান খান, হেমনগর কলেজের অধ্যাপক মো: হাবিবুর রহমান, মহিলা কলেজের অধ্যাপক মো: তোজাম্মেল হক, বিশিষ্ট সমাজ সেবক মো: একামত আলী সরকার, পাকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক শফিকুর রহমান, রফিউজ্জামান রঞ্জু, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
লাইটহাউস ল্যাবরেটরি স্কুল প্রায় ১যুগ পূর্বে গোপালপুরের কোনাবাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে এবং একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কারপ্রাপ্ত হয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩