গোপালপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দের একাংশ।
নবাগত কমিটির নেতৃবৃন্দদের সমন্বয়ে আনন্দ মিছিলের একাংশ।
গোপালপুর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ শনিবার পৌরএলাকাস্থ স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসনা হেনার সভাপতিত্বে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম এমপি।
প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এমপি। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক মিনু আনাহলী, সাংগঠনিক সম্পাদক পাপিয়া সেলিম, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী রুমা খান, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ সিটি, মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ।
পরে মোছা. হাসনা হেনাকে সভাপতি ও কল্পনা রাণীকে সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট গোপালপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের তিন বছর মেয়াদি কমিটির ঘোষণা করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩