এস এম সবুজ, মধুপুর থেকে :
টাঙ্গাইলের মধুপুরের জনৈক দরিদ্র টিভি মেকানিক কিডনী রোগী নওশাদের চিকিৎসা সাহায্যর্থে ফেইসবুক গ্রুপ ‘আলোকিত মধুপুর’ একলক্ষ টাকার চেক প্রদান করেছে।
মধুপুর পৌর শহরের চৌধুরী মার্কেটের অন্তরা টিভি সার্ভিস সেন্টারের মালিক নওশাদ আলী (২৮) দুটি কিডনী হারিয়ে ঢাকায় কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য বিপুল অংকের টাকার প্রয়োজন ।
শুক্রবার সন্ধ্যায় মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে গ্রুপটি শিক্ষাবিদ ও সমাজ সেবকদের হাত দিয়ে নওশাদের বড় ভাই আব্দুল লতিফের হাতে এ চিকিৎসা সহায়তার টাকার চেক তুলে দেয়।
এ সময় আলোকিত পরিবারের মেম্বার এনসিসি ব্যাংক লি: এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শোয়েব আহম্মেদ রাজু, মধুপুর শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, অবসর প্রাপ্ত শিক্ষক বিধুভূষণ মজুমদার, ব্যাংকার ছাদের আলী, মধুপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব মাসুদ পারভেজ, সাবেক ছাত্র নেতা আব্দুল লতিফ পান্না, বিশিষ্ট সাংবাদিক এডমিন এস এম শহিদ ,জেলা পরিসংখ্যান কর্মকর্তা এডমিন আতিকুল কবির, সি. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এডমিন সুলতান মাহমুদ, হারাধন সাহা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রুপের বিভিন্ন দিক তুলে ধরেন গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক এডমিন সামিউল আলম ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩