নিজস্ব প্রতিবেদক :
গোপালপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উত্তর টাঙ্গাইল চারুমৈত্রির সদস্য, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, স্বর্ণা আর্ট ও মা লাইব্রেরির সত্বাধিকারী রাকিবুল ইসলাম সাহার আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
পৌরশহরের উপজেলা গেইট সংলগ্ন জয়নূল আর্ট হাউজে কবি আব্দুছ ছাত্তার পলাশীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন, উত্তর টাঙ্গাইল চারুমৈত্রির সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক আব্দুল করিম খান, ভূঞাপুর শাখার সম্পাদক লতিফ তালুকদার, ঘাটাইল শাখার সভাপতি মো. মজনু মিঞা, গোপালপুর শাখার সভাপতি মো. আব্দুস ছবুর, আওয়ামী লীগ নেতা মীর মনিরুজ্জামান, মুহাম্মদ সাইফুল ইসলাম, আনোয়ারুল হক বুলবুল, সংগঠনের গোপালপুর উপজেলার সদস্য রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, ফজলুর রহমান, আব্দুল খালেক, আনোয়ার হোসেন প্রমুখ।
পরে সাহার আলীর জীবনের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩