নিজস্ব প্রতিবেদক :
মহাত্মা গান্ধী সম্মাননা পদক পাচ্ছেন টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম।
মানবাধিকার সংগঠন ইউনাইটেড মুভমেন্ট হিউমান রাইটস কর্তৃক সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য টাঙ্গাইল জেলার সফল কাউন্সিলর ও সমাজসেবক হিসেবে তিনি এ সম্মাননা পদক পাচ্ছেন।
আগামী ৬ ডিসেম্বর আন্তর্জাতিক সেচ্ছাসেবী দিবসে ঢাকা সেগুনবাগিচায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি সিকদার মকবুল হক, মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম তালুকদার, আলহাজ্ব খোরশেদ আরা হক, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রোকন উদ-দৌলা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব তপন কুমার নাথ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন-দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক মো. আবু ফাত্তাহ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩