নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের গোপালপুর সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন উপলক্ষে বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল আজ বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মীর মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. সানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ ও মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুল আলম খাসনবীশ, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার, শিক্ষাবিদ আবুল কাশেম খলিলুল্লাহ চুন্নু, বিআরডিবি চেয়ারম্যান মীর রেজাউল করিম, পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিা সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, কবি আব্দুছ ছাত্তার পলাশী প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ারুল হক বুলবুল।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩