নিজস্ব প্রতিবেদক:
গোপালপুর উপজেলা ঝাওয়াইল ইউনিয়নের রাজগোলাবাড়ি গ্রামের আব্দুল খালেকের পুত্র মো. ওয়াসিম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী চাচা এবং চাচাত ভাইদের হাতে নির্মম ভাবে খুন হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা মো. হারুনসহ ৭জনকে আসামী করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বাড়ির পাশে খরের পালা রাখাকে কেন্দ্র করে ওয়াসিমের সাথে চাচাত ভাই ইমরানের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমরান, তার পিতা হারুনসহ পরিবারের লোকজন ওয়াসিমকে পিটিয়ে মারাতœক আহত করে। পরে তাকে আহত অবস্থায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মারা যায়। পরে পোস্ট মর্টেম শেষে গত রবিবার বাদ মাগরিব তাঁর নিজ গ্রামে দাফন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালপুর থানার উপরিদর্শক সুমন চন্দ্র রায় জানান, আসামীরা পলাতক। তাদের গ্রেফতারে জোর অভিযান চলছে।
উল্লেখ্য যে, নিহত ওয়াসিম ঝাওয়াইল হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩