নিজস্ব প্রতিবেদক:
গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার বেলা ১১টায় বাল্যবিবাহ নিরোধ বিষয়ক প্রচারাভিযান ২০১৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও এ বিষয়ে কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জহিরুল ইসলাম। আলোচনায় অংশ নেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সৈয়দ মো: নাছির উদ্দিন, বিকশিত মহিলা নারী নেত্রী নেওয়ার্ক টাঙ্গাইল জেলা কমিটির সেক্রেটারী আনজু আনোয়ারা ময়না, সাংবাদিক সাইফুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক- সুজনের গোপালপুর পৌর সেক্রেটারী মাহবুব রেজা সরকার আতিক, মুক্তিযোদ্ধা মজনু তালুকদার, আব্দুল কাদের মিলিটারী, নারী নেতৃ হামিদা বেগম প্রমুখ।
অনুষ্টানে বাল্যবিবাহের কুফল সম্পর্কে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩