নিজস্ব প্রতিনিধি :
আব্দুল হামিদ আলাউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আব্দুল হামিদ আলাউদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান, আলোচনাসভা ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার মধুপুর উপজেলার বেলুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হামিদ আলাউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ডা. আব্দুল গফুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গোপালপুর উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক বানীতোষ চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরমুকুল একাডেমির অধ্যক্ষ মীর আব্দুর রহিম, শিক্ষাবিদ অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, অধ্যাপক তোজাম্মেল হক, অধ্যাপিকা তাসলিমা বেগম, অধ্যাপক ফরহাদ আলী, নন্দনপুর রাধারাণী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জাব্বার, সাংবাদিক মো. সাইফুল ইসলাম, এ কিউ রাসেল, সেলিম হোসেন, ডা. মো. ইব্রাহিম, মধুপর সোনারী ব্যাংক শাখার সিনিয়র অফিসার মো. মনিরুজ্জামান, হুমায়ুন তালুকদার প্রমূখ।
প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির মোট ৩০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে সনদ, ক্রেস্ট ও নগদ টাকা বিতরণ করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩