আজ || সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


রংপুরে বিহারী পল্লীতে আগুন

রংপুর শহরে বিহারী পল্লীতে আগুনে পুড়েছে প্রায় ৩০০ ঘর।

বুধবার রাত সোয়া ১০টার দিকে লাগা এই আগুন দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক বাহিনী।

স্থানীয়দের সঙ্গে ক্যাম্পের যুবকদের মধ্যে সংঘর্ষের মধ্যে শহরের রবার্টসনগঞ্জ এলাকায় ইস্পাহানি-৩ ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে। এই আগুন লাগানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে আটকেপড়া পাকিস্তানিদের।

রংপুরের বিভাগীয় কমিশনার (সার্বিক) নারায়ণ চন্দ্র ভার্মা সাংবাদিকদের জানান, আগুনের ঘটনা তদন্ত করে দেখা হবে। বৃহস্পতিবার এ ক্যাম্পের ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করা হবে।

ওই ক্যাম্পে সাড়ে ছয় শতাধিক ঘর রয়েছে। তার প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর।

রাত সোয়া ১০টার দিকে আগুন লাগে। আগুনের শিখা অনেক দূর থেকেই দেখতে পান শহরবাসী।

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, “কী কারণে এ আগুন লাগল, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।”

ঘরের জিনিস-পত্র সরাতে গিয়ে অন্তত ৭-৮ জন সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ক্যাম্পের মুখে চায়ের দোকানি হরিণ মিয়ার সঙ্গে ক্যাম্পের বাসিন্দা কয়েক যুবকের পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ওই যুবকরা হরিণ মিয়াকে মারধর করে ।

ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে এলাকাবাসীর সঙ্গে ক্যাম্পের বাসিন্দাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই ক্যাম্পে আগুন দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!