নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধসহ চলমান আন্দোলন কর্মসূচি সফল এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
১৮ দলীয় জোটের এক শীর্ষ নেতা জাস্ট নিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টায় গুলশানে বেগম খালেদা জিয়া সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোটের শরিক দলগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।