আজ || বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


বাংলাদেশের ভু-খন্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

ভারতের বাণিজ্য সচিব এস আর রাও সেদেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে নিজস্ব পণ্য পরিবহনের সুবিধার্থে বাংলাদেশের ভু-খন্ড ব্যবহারের অনুমতি প্রদানের জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন। এস আর রাও-এর নেতৃত্বে ঢাকা সফররত ভারতের একটি উচ্চক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাথে সাক্ষাতকালে এ অনুরোধ জানায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলণ কেন্দ্রে �উন্নয়নের জন্য সহযোগিতা� শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলমান তিন দিনব্যাপী ভারতীয় প্রদর্শনী উপলক্ষে ভারতের বাণিজ্য সচিব এস আর রাওসহ ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন- ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (এফআইসিসিআই) সভাপতি, �পিটিসি� গ্র�পের চেয়রম্যান, �বাজোরিয়া গ্র�প অব কম্পানীজ এর সভাপতি, জেমস জুয়েলারি� এর সহসভাপতি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এর প্রধান নির্বাহী, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া�র চেয়ারম্যান প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি প্রতিনিধি দলকে বাংলাদেশে স্বাগত জানান এবং ব্যবসায়ী প্রতিনিধি সংগঠনের অ্যাপেক্সবডি �এফআইসিসিআই� নেতৃবৃন্দ ঢাকা সফরের পাশাপাশি ভারতীয় প্রদর্শনীতে অংশ নেয়ায় ভারতীয় উদ্যোক্তাদের এদেশে বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাবনার নবদুয়ার উন্মোচিত হল বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। এখন দু�পক্ষের ব্যবসায়িক সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে আর্থ-সামাজিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে।

এস আর রাও ভারতের উত্তর পূর্বঞ্চলীয় রাজ্যগুলোতে নিজস্ব পণ্য সরবরাহে বাংলাদেশের ভূ-খন্ড ব্যবহারের অনুমতির পাশাপাশি একাজে নৌপথ এবং রেলযোগাযোগ বাড়ানো গেলে ভালো হয় বলে মন্তব্য করেন। ভারতের উত্তর পূর্বঞ্চলীয় রাজ্যগুলো বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির অন্যতম একটি ক্ষেত্র হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এই বৈঠকে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীদ্বয়ের সফর বিনিময় বাণিজ্য সম্পর্ক উণ�য়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়। ডা. দীপু মনি ভারতে বাংলাদেশের শুল্কমুক্ত ৪৬টি টেক্সটাইল পণ্যের প্রবেশাধিকার প্রদান করায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র এবং উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের আরো কিছু পণ্যকে ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে সহযোগিতার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়কে উৎসাহিত করার জন্য সফররত ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রতি আহবান জানান।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!