আজ || বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে আওয়ামীলীগ নেতা আব্দুল মোমেন গ্রেফতার; ফাঁসির দাবিতে মিছিল       গোপালপুরে ডেইরি ফার্ম মালিক ও আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়       গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন       বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ কাজে লাগাতে হবে -ইলিয়াস হোসেন       গোপালপুরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত       গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা       গোপালপুরে ১০ম গ্রেড প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন       গোপালপুরে জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন        গোপালপুরে ‘কল্যাণের শপথ সেবা সংঘ’র কমিটি গঠন       গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন    
 


বরিশালে জামায়াতের খণ্ড খণ্ড ঝটিকা মিছিল : আটক ৭

বরিশালে শান্তিপূর্ণ ও ঢিলেঢালাভাবে হরতাল পালিত ।মঙ্গলবার ফজরের নামাজ শেষে নগরীতে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।নগরীর বগুড়া রোড এলাকার একটি মসজিদে নামাজ শেষে মহানগর জামায়াতের আমির মুয়াযয্‌ম হোসেন হেলাল ও সেক্রেটারি আমিনুল ইসলাম খসরুর নেতৃত্বে অল্প কয়েক জনের একটি মিছিলটি বের হয়।কিছু দূর যাওয়ার পর মিছিলটি সমাবেশ আকারে শেষ করা হয়।এর আগে ভোর রাতে নগরীর বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেয় করে জামায়াত-শিবিরের পিকেটাররা।এদিকে, সোমবার সকালে পিকেটিং কালে নগরীর বটতলা এলাকা থেকে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবিরের সভাপতি আহসান হাবিবকে (২২) আটক করেছে পুলিশ।অপরদিকে, সোমবার রাতে নগর পুলিশের হাতে আটক হয়েছে জামায়াত-শিবিরের ৬ কর্মী।এরা হলেন- জামায়াত কর্মী আবু বক্কর বাদশা (৪০) ও মো. নূরনবী মাতুব্বর (৪০), শিবির কর্মী মো. মহিউদ্দিন খান (১৮), আমাতুললাহ (১৮), সানাউললাহ (১৯) ও রফিকুল ইসলাম (১৯)।অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে যানবাহনের চলাচল বাড়তে থাকে। নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ও কোচ ছেড়ে যায়নি। তবে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে স্থানীয় রুটে বাস চলাচল করছে।ছেড়ে গেছে অভ্যন্তরীণ রুটের লঞ্চও।অপরদিকে, নগরীতে জামায়াতের নাশকতা রোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ। এছাড়াও নগরীর কাকলীর মোড়, বটতলা, সিএন্ডবি রোড, গড়িয়ার পাড়, বিএম কলেজ ও আবহাওয়া অফিস এলাকায় রাসত্মায় টায়ার জ্বালিয়ে হরতালের পড়্গে পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। এসময় বেশ কয়েকটি এলাকায় রাসত্মায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এছাড়াও বাবুগঞ্জের কলেজ গেইট, মাধবপাশা ও সাতমাইল সহ ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্পর্টে পিকেটিং করে হরতাল সমর্থকরা। হরতালের কারনে নগরীর অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, বাস চলাচল বন্ধ থাকলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর গুরম্নত্বপূর্ন পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।এছাড়াও নগরীর সাগরদী অঞ্চলের ৩ শিবির নেতাকে আটক করেছে পুলিশ। আটক কৃতরা হলো সানাউলাহ, আতিক ও মহিউদ্দিন।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, নগর জুড়ে পুলিশি টহল জোরদার করা রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বাড়ানো হয়েছে নজরদারি। সব মিলিয়ে নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!