মিসরে নতুন সংবিধানের খসড়ার ওপর গণভোট তত্ত্বাবধানের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির বিচারকরা। রোববার এ কথা জানান বিচারকরা।
বিবিসি সূত্রে জানা গেছে, মিসরে বিচার বিভাগ ও প্রেসিডেন্টের মধ্যে বেশ কিছুদিন ধরেই টানাপড়েন চলছিল। সাংবিধানিক পরিষদ বিলুপ্ত করার বিষয়ে দেশটির সাংবিধানিক আদালতের রোববার সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল।
তবে আদালতের বাইরে প্রেসিডেন্ট মুরসির সমর্থকদের বিক্ষোভের কারণে বৈঠক করতে পারেননি বিচারকরা।
পরে বিচারক সমিতির প্রধান আহমেদ আল জিন্দ এক বিবৃতিতে জানান, বিচারকরা গণভোট তত্ত্বাবধানের কাজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, গণভোটের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩