নারায়ণগঞ্জ-৪ আসনের ক্ষমতাসীন দলের সাংসদ শামীম ওসমান সবার কাছে ‘আগাম’ ক্ষমা চেয়ে নিয়েছেন। গুলিতে তাঁর মৃত্যু হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি সবার কাছে ক্ষমা চান।
আজ মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের সদ্য প্রয়াত জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ওপর শোক প্রস্তাবের আলোচনায় তিনি আগাম ক্ষমা চান।
শামীম ওসমান বলেন, আল্লাহর রহমত যাঁদের ওপর আছে তারাই এই সংসদে এসেছেন। তিনি বলেন, তিনি বোমা হামলায় মরেননি; ‘এক্সটেনশন লাইফে’ আছেন।
শামীম বলেন, ‘আমি কীভাবে মরব জানি না। গুলিতে, না স্বাভাবিক মৃত্যু হবে, জানি না। জানি না কী হয়। তাই সবার কাছে আগাম ক্ষমা চাই।’
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩