আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


চলতি মাসের শেষ দিকে মামলার রায় ঘোষণা শুরু হতে পারেঃ সৈয়দ আশরাফুল ইসলাম

বাংলাদেশ টাইমসঃ সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি শুরুর পর সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন আমরা আশা করছি, এই মাসের শেষের দিকে রায় আসা শুরু করবে। আর এই বিষয়টা ওরা জানতে পেরেছে বলেই (জামায়াতে ইসলামী) মরিয়া হয়ে উঠেছে। চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।

তিনি আরও বলেন চলতি মাসের শেষ দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা শুরু হতে পারে এবিষয়ে মন্ত্রী বলেন, রায় কি হবে জানি না এটা আদালতের বিষয়। তবে আশা করি, জাতি যা চায় এই রায়ে তা প্রতিফলিত হবে। রায়ের সময় হয়ে আসার বিষয়টি বুঝতে পেরেই জামায়াতে ইসলামীর কর্মীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, এ বিশৃঙ্খলা বন্ধ করতে না পারলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার চলছে। এর মধ্যে কয়েকটি মামলার শুনানি শেষ পর্যায়ে রয়েছে।

তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুরুতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে জামায়াত কর্মীদের হামলার শিকার হয় পুলিশ। [টাইমস ডেস্ক ]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!