চোখ ধাঁধিয়ে দেওয়া একটি পোশাকে সেজে এসেছিলেন এই ২৬ বছর বয়সী। পোশাকটি ডিজাইন করেছেন অ্যাডাম সেলম্যান। চমকপ্রদ ব্যাপার হলো, পোশাকটি ২ লাখ ১৬ হাজার হীরায় খচিত।
পোশাকটি এমনই পিনপিনে যে রিয়ান্নার শরীরের প্রতিটি বাক কারও চোখ এড়ায়নি। পুরো পিঠ খোলা, বুকে কোনো অন্তর্বাস নেই, উজ্জ্বল ও স্বচ্ছ পোশাকটিতে তাকে অসাধারণ লাগছিল।
পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় একটি হিজাবও পরেছিলেন রিয়ান্না। আর স্মোকি সাজ দিয়েছিলেন চোখে, মুখে ছিল খুবই হাল্কা মেকআপ। এই জমকালো সাজগোজে যখন তিনি আলোর মাঝে এলেন, পোশাকের চাকচিক্য আরও বেড়ে গেল। স্বাভাবিকভাবেই হীরাগুলোও করছিল জ্বলজ্বল।
আলোকচিত্রীদের সামনে দাঁড়াতেই হয়তো পশমযুক্ত একটি স্কার্ফ ব্যবহার করেছিলেন রিয়ান্না। তবে উত্তেজক পোশাক হলেও তাকে দেখে কেউ কটুক্তি করতে পারেনি। বরং সবার চোখ ও মন দুটোই কেড়েছেন মার্কিন এই পপতারকা।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩