পুলিশ জানায়, স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল রেল ওড়াল সেতুর একটি গাছে বাঁধা অবস্থায় যুবতীর লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম জানান, গলায় ওড়না পেঁচিয়ে ওই যুবতীকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে নিহতের গলায় ওড়না পেঁচিয়ে লাশ একটি গাছে বাঁধা ছিল। প্রাথমিক অনুসন্ধানে আমাদের ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে ওই গাছে বেঁধে রেখে গেছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩