পুলিশ সুত্রে জানা যায়, ওই যুবতী নিজের ছোট বোনের সঙ্গে ক্ষেত পাহারা দিচ্ছিল। তখনই তার ছোট চাচার বড় ছেলে সেখানে এসে পৌঁছায়। চাচাতো বোনকে ধর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হয়ে তার মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। ছোট বোন বাধা দিতে এলেও তাকেও আহত করে সেখান থেকে পালিয়ে যায় সে।
ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে ছোট বোন নিজের শরীর ঠেলতে ঠেলতে গ্রামের কাছে নিয়ে আসে। এর পরই খবর পেয়ে গ্রামবাসীরা পৌঁছালে সে সমস্ত ঘটনা খুলে বলে। গ্রামবাসীরাও তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশে খবর দেয়।
পুলিশ সুত্রে জানা গেছে, শেরু নামের ওই যুবক ওই যুবতীর সম্পর্কে ভাই পুলিশ এই ঘটনার মামলা দায়ের করে অভিযুক্ত শেরুর ধরার জন্য অভিযান চালাচ্ছে।
- See more at: http://www.kalerkantho.com/online/world/2014/05/30/90457#sthash.rPQ8adVy.dpuf
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩