বাগেরহাটের রামপালে আব্দুল খালেক (৫০) নামের এক প্রতিবন্ধী ভিক্ষুককে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের দক্ষিণ সন্যাসী গ্রামে ওই প্রতিবন্ধীর বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত প্রতিবন্ধী আব্দুল খালেক রামপাল উপজেলার দক্ষিণ সন্যাসী গ্রামের আহম্মেদ আলীর ছেলে। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, প্রতিবেশী মোকাম্মেল শেখের মাদকাসক্ত ছেলে জাহিদ শেখ (২৮) হঠাৎ করে শুক্রবার রাতে প্রতিবন্ধী আব্দুল খালেকের বাড়িতে যান এবং ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করেন। এ সময় খালেকের ছেলে সুর্য এগিয়ে গেলে পালিয়ে যায় জাহিদ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩