ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) প্রযুক্তির মাধ্যমে কেবল (তার) ছাড়া বাড়িতে বসেই গ্রাহকযন্ত্রের মাধ্যমে দেশি ও বিদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেখা যাবে।
গত বুধবার বেক্সিমকোর প্রধান কার্যালয়ে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের এবং রাশিয়ার জিএস কোম্পানির মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কে এ তথ্য জানায় সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান।
সংবাদমাধ্যমকে বেক্সিমকো কমিউনিকেশনস জানায়, বাংলাদেশে এধরনের প্রযুক্তির বাণিজ্যিক কার্যক্রম আগামী ২০১৪ সালের শেষের দিকে শুরু হবে। কোম্পানীর লক্ষ্য, প্রতি বছর চার লাখ নতুন গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হবে এই সেবা।
প্রকল্পটি বাস্তবায়নে বেক্সিমকোর সঙ্গে কাজ করবে রাশিয়ার জিএস গ্রুপ নামক বৃহৎ শিল্প ও বিনিয়োগ প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রকল্প হিসেবে গ্রাহককে একটি ডিশ ও রিসিভার সেট প্রদান করা হবে আর ওই ডিশের মাধ্যমে সিগন্যাল গ্রহণ করে রিসিভিং সেটের সাহায্যে বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন গ্রাহেকেরা।
সুবিধা হিসেবে থাকছে, গ্রাহকের নিজ ইচ্ছামত চ্যানেলগুলো বাছাইয়ের সুযোগ। কোন প্রকার সিগনাল ব্রেক ছাড়াই সম্পূর্ণ উন্নত মানের ভিডিও। এছাড়াও, গ্রাহকেরা তার পছন্দমতো চ্যানেল কিনে মাসিক খরচ কমিয়ে আনতে পারবেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩