সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া তার হাই স্কুলের 'প্রম' (স্কুলের আয়োজনে শিক্ষার্থীদের আনন্দ উদযাপন ও নাচ) অনুষ্ঠান উপভোগ করলেন। মেয়ের 'প্রম' অনুষ্ঠানের বাকিটুকু জানতে চাওয়া হলে বাবার জবাব, মেয়ের প্রমের দিনটি 'ক্লাসিফাইড'।
এবিসি চ্যানেলে 'লাইভ উইথ কেলি অ্যান্ড মাইকেল' অনুষ্ঠানে এসেছিলেন বারাক ওবামা। সেখানে তাকে মেয়ের প্রম অনুষ্ঠান নিয়ে জিজ্ঞাসা করা হয়। ওবামা বলেন, ছোট্ট মেয়েটি এতো দ্রুত বড় হয়ে উঠেছে দেখাটা দারুণ কষ্টের ব্যাপার। সে দেখতে দেখতে হাই স্কুলের প্রমের জন্য প্রস্তুত।
'মালিয়া তার প্রথম প্রমে যোগ দিয়েছে। খোলামেলা বলতে চাই, আপনি যখন আপনার মেয়েকে বড় হতে এবং প্রথমবারের মতো হিল জুতো পরতে দেখবেন, তখন তা একটু দৃষ্টিকটু লাগবে', ব্যথিত কণ্ঠে জানালেন ওবামা। পরক্ষণেই মুখ থেকে বেরিয়ে এলো, 'সে দারুণ সুন্দর এবং আদরের।'
এর পর মেয়ের প্রমের আরো গল্প শুনতে চাওয়া হলে প্রেসিডেন্ট বললেন, 'আমার মনে হয় আর সবই অত্যন্ত গোপনীয় বিষয়।'
মেয়ের প্রথম প্রম শেষে দারুণ আনন্দের সময় কাটছে হোয়াইট হাউজে। 'আর এ নিয়ে আতঙ্কের কিছু নেই', জানালেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র : বিজনেস ইনসাইডার
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩