নতুন এক সমীক্ষায় দেখা গেছে, যেসব দম্পতি তাদের বেডরুমে টিভি রাখেন তারা অন্যদের তুলনায় দ্বিগুণ ভালোভাবে যৌনতা উপভোগ করতে পারেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সূত্র জানিয়েছে, দুই তৃতীয়াংশ ব্রিটিশ মনে করেন টিভি থাকার ফলে তাদের যৌন জীবন সুস্থ রাখা সহজ হয়েছে। আর তাদের অনেকেই এ কাজ করার সময় টিভিতে প্রিয় অনুষ্ঠান উপভোগও করেন।
সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৪৭ ভাগ উত্তরদাতা জানিয়েছেন সঙ্গীর সঙ্গে যৌনতার প্রস্তুতির সময় তারা টিভি দেখেন।
তবে ২৬ ভাগ উত্তরদাতা জানিয়েছেন, তাদের বেডরুমে কোনো টিভি নেই। তারা ধারণা করেন টিভি থাকলে বেডরুমে তাদের কার্যক্রমে ব্যাঘাত ঘটবে।
যৌনতা উপভোগে সহায়তা করে বেডরুমের টিভি
একটি ওয়েবসাইটের উদ্যোগে করা এ সমীক্ষায় ২,৪৩১ জন তাদের সম্পর্ক, জীবনের ভালোবাসা ও এতে টিভির অংশ বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন।
সমীক্ষায় দেখা গেছে, ৩৭ ভাগ উত্তরদাতা জানিয়েছেন তাদের বেডরুমে টিভি রেখেছেন এ চিন্তায় যে, এতে বিভিন্ন উত্তেজক দৃশ্য দেখলে তা যৌন জীবনে প্রভাব ফেলবে।
তবে ২৯ ভাগ উত্তরদাতা জানিয়েছেন, তাদের সঙ্গী টিভিতে কোনো বিরক্তিকর দৃশ্যযুক্ত চ্যানেল নিয়ে আসলে তা যৌন অনুভূতি কমিয়ে দেয়।
এ ছাড়াও ১৪ ভাগ উত্তরদাতা জানিয়েছেন, টিভির ফলে সঙ্গীর সঙ্গে তার সম্পর্ক আরও কাছাকাছি হয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩