বরিশাল উজিরপুর উপজেলায় বাস উল্টে গিয়ে খাদে পড়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মোখলেছুর রহমান নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১২ যাত্রী। আহতদের মধ্যে গুরুতর দুই জনকে বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ও বাকিদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। মোখলেছুর রহমান (৪৫) গৌরনদীর বাটাজোর পুলিশ ক্যাম্পের (এএসআই) উপ-সহকারি পরিদর্শক। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪১০১০) বাসটি যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে মেজর এমএ জলিল সেতু পাড় হয়ে ইচলাদি টোল ঘর কাছাকাছি এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের কাছে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এএসআই মোখলেছুর নিহত হন। এসময় গাড়িতে থাকা চালক ও হেলপারসহ ১২ যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দ্রুত শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩