আইপিএলের গতকালের বৃষ্টি বিঘ্নিত প্লে-অফের পাঞ্জাব-কলকাতার ম্যাচটি আজ আজ ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে। টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে পাঞ্জাব। ফলে ব্যাটিংয়ে নেমেছে কলকাতা। দলের পক্ষে ওপেনিংয়ে নেমে এরই মধ্যে আউট হয়েছেন গৌতম গম্ভীর। মিচেল জনসনের বলে জর্জ বেইলির হাতে ক্যাচ দিয়ে ব্যেক্তিগত এক রানে আউট হন তিনি। গৌতম ওই এক রান করেন তিন বলে। এখন ক্রিজে আছেন মনীষ পান্ডে এবং রবিন উথাপ্পা। চার ওভারে শেষে কলকাতার সংগ্রহ এখন এক উইকেটে ৬৬ রান।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩