মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর
সরকারি খাদ্য গুদাম থেকে চুরি হওয়া ২০ টন চাল উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ।
বুধবার ভোরে ট্রাকসহ চালগুলো ধামরাইয়ের বাথুলী স্কেল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ট্রাকের চালক তোফাজ্জল হোসেন (৪০) এবং তার সহযোগী সেকান্দার আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।
ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন সরকার বাংলানিউজকে জানান, ঘিওর খাদ্য গুদাম থেকে মানিকগঞ্জ সদর খাদ্য গুদামে চালগুলো নেওয়ার কথা বলে একটি চক্র চালগুলো পাচার করে দিচ্ছিল। বিষয়টি জানতে পেরে বুধবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের বাথুলী স্কেল এলাকা থেকে ট্রাকের চালক ও সহযোগীসহ ট্রাকটি আটক করা হয়।
এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই স্বপন সরকার।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩