ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠককে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দুই রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরিফের বৈঠকের বিষয়ে রীতিমত সাধুবাদ আওড়াল মার্কিন প্রশাসন। বিদেশ দপ্তরের মুখপাত্র জেন পিসাকি এদিন বলেন, নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে নওয়াজ শরিফ গিয়েছেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। বৈঠকের প্রসঙ্গে পিসাকি বলেন, দুই প্রতিবেশি দেশ তাদের সম্পর্কের উন্নয়নে এধরনের বৈঠকে ব্রতী হয়েছেন। এটি সুসংবাদ। তিনি আরও বলেন, ভারত-পাক সম্পর্ক উন্নয়নে যাবতীয় পদক্ষেপকে সমর্থন করবে।
বহু টালবাহানার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতে আসতে সমর্থ হন৷সোমবার দেশের পঞ্চদশ প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। মঙ্গলবার নয়া দেশ নায়কের সঙ্গে বৈঠকও করেন তিনি। এদিনই ফের ইসলামাবাদে ফিরে যান নওয়াজ শরিফ।
সূত্র: কলকাতা ২৪x৭
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩