প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০১৪, ৪:২৪ পূর্বাহ্ণ
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অর্থ আত্মসাৎ, হিসাবরক্ষকের তিন বছরের কারাদণ্ড

মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক হিসাবরক্ষকের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি এ কে এম আনিসুল হক ১৯৯৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ওই কলেজে সাবেক হিসাবরক্ষক (বরখাস্ত) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাবা মো. আবদুল হক ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার আলীয়াবাদ গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ মো. আবুল বাশার মুন্সী এ রায় দেন। রায়ে দণ্ডে অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় অসামি জামিনে থেকে আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
প্রতারণামূলকভাবে প্রতিষ্ঠানের আট লাখ ২১ হাজার ২১৭ টাকা আত্মসাতের অভিযোগ এনে ওই কলেজের অধ্যক্ষ মো. আহসানুল্লাহ (বর্তমানে মৃত) ২০০৯ সালের ১২ আগস্ট আসামির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করে একই বছরের ১০ সেপ্টেম্বর ওই থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।
কিন্তু দণ্ডবিধির ওই ধারাটি দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ৪ ধারা মোতাবেক শিডিউলভুক্ত হওয়ায় তৎকালীন সিএমএম গোলাম রব্বানী মামলাটি দুদককে তদন্ত করার নির্দেশ দেন।
দুদকের উপসহকারী পরিচালক সরদার মঞ্জুর আহমেদ ২০১১ সালের ২৯ মার্চ তদন্ত করে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, আসামি ওই প্রতিষ্ঠানে কর্মরত থাকাবস্থায় ২০০৭-২০০৮ অর্থবছরে কলেজের বিভিন্নখাতে ব্যায় করে উত্তোলনকৃত আট লাখ ১৪ হাজার ২১৭ টাকা এবং কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্য সচিবের সাত হাজার টাকা অপসারণপূর্বক আত্মসাৎ করেন।
২০১১ সালের ১৩ সেপ্টম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত। মামলাটির বিচার চলাকালে অভিযোগপত্রভুক্ত সাতজনের মধ্যে ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন।
আসামির পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার ও জেসমিন ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের পিপি এমদাদুল হক।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩