আজ || রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  টাঙ্গাইলে পরম আদরে লালনপালন বন্য সজারু       শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত    
 


জয়পুরহাটে র‌্যাবের অভিযানে মুর্তি সহ জ্বীনের বাদশা গ্রেফতার

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দস্তার তৈরী লক্ষী দেবীর মুর্তি সহ ২ জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে।র‌্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক রাজ্জাক জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সোনারপাড়া গ্রামে অভিযান চালিয়ে নওগাঁ জেলার মুকুন্দপুর গ্রামের সত্য নারয়ন পালের পুত্র সুজিত কুমার পাল এর নিকট হতে প্রতারণাপূর্বক স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় দস্তার তৈরী একটি লক্ষী দেবীর মুর্তি সহ সিরাজুল ইসলাম নামে এক জ্বীনের বাদশাকে গ্রেফতার করে। সে গাইবান্ধার মুংলিশপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের পুত্র। তার স্বীকারোক্তি অনুযায়ী একই রাতে অভিযান চালিয়ে প্রতারনার মুল পরিকল্পনাকারী গাইবান্ধার গহৃববাড়ী গ্রামের মৃত ইব্রাহিম এর পুত্র আবুল হোসেন ওরফে বগদুল (৫০) কে গ্রেফতার করে।
তারা দীর্ঘ দিন হতে সাধারণ মানুষের নিকট মোবাইলের মাধ্যমে ফোন করে নিজেদের জ্বীনের বাদশা পরিচয় দিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার প্রদানের বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে স্বর্ণলংকার ও টাকা পয়সা হাতিয়ে নেয়।
এছাড়া একই দিনে আরেকটি অভিযান দল জয়পুরহাট রেলওয়ে ষ্টেশনে দন্ডায়মান সৈয়দপুর টু খুলনাগামী তেলবাহী ট্রেনের বিভিন্ন ট্যাংকি তল্লাশী করে মোট ১৭০ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!