আজ || বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রতিবাদে মানববন্ধন       গোপালপুরে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ টাকা জব্দ       গোপালপুরে পোল্ট্রি বর্জ্য বৈরাণ নদীতে; বাড়ছে রোগব্যাধি       গোপালপুরে ঝড়ে পড়া গাছ কাটতে গিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু       গোপালপুরে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালে আগুন দিল উপজেলা প্রশাসন       বিষ প্রয়োগে চার বিঘা জমির ধান বিনষ্টের অভিযোগ       ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গোপালপুরে জামায়াতের বিক্ষোভ       গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ       ‘দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে’ -আব্দুস সালাম পিন্টু       গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল    
 


তাজরীন ফ্যাশনসের কর্মীদের বেতন ৬ ডিসেম্বরের মধ্যে

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশুলিয়ার পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসের কর্মীদের বেতন ৬ ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এর আগে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

কাল তাজরীনের কর্মীদের বেতন দেওয়ার কথা থাকলেও কেন দেওয়া হয়নি?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেতনভাতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। শ্রমিকদের বেতন টঙ্গীতে দিতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে ভুয়া তালিকা দেখানো হচ্ছিল বলে দেওয়া যায়নি।

তিনি বলেন, ওই কারখানায় ১ হাজার ১৬৬ জনের মতো শ্রমিক থাকার কথা থাকলেও গতকাল প্রায় ৩ হাজার ৩০০ শ্রমিককের ভুয়া তালিকা দেয়া হয়েছিল।

শ্রমমন্ত্রী জানান, সোমবারের মধ্যে তাজরীন ফ্যাশনসের প্রকৃত শ্রমিকদের তালিকা করার জন্য বিজিএমইএ ও বিকেএমইএকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরদিন ৪ ডিসেম্বর এ ব্যাপারে সভা হবে। আর ৬ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়া হবে।

এসময় মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয় তুলে ধরে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার বলেন, এ ঘটনার ফলে পোশাক রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়ার কথা মার্কিন রাষ্ট্রদূত বলেননি।

ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, শ্রমিকদের কথা বলার মতো একটি কার্যকর প্রতিষ্ঠান থাকতে পারে।

এ ব্যাপারে মন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হতে পারে। এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!